নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম | নগদ একাউন্ট কোড | Nagad Code
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম খুঁজছেন? কিংবা নগদ একাউন্ট দেখার কোড খুঁজছেন? যদি খুঁজেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবাগুলোর একটি হচ্ছে নগদ। এটি থ্রার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত একটি ডিজিটাল আর্থিক পরিসেবা।
ক্যাশআউট সহ নগদের সকল পরিসেবায় সার্ভিস চার্জ অনেক কম হওয়ায় নগদ অল্প সময়ের মধ্যেই অনেক জনপ্রিয় হয়ে উঠে। যার ফলে আপনারা অনেক নতুন ইউজার নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলেন।
কিন্তু একাউন্ট খোলার পর আপনাদের সবার মধ্যে কিছু কমন প্রশ্ন দেখা যায়। সেটি হচ্ছে কিভাবে নগদ একাউন্টে ব্যালেন্স বা টাকা দেখে, নগদ একাউন্ট কোড কত, নগদ একাউন্ট দেখার নিয়ম কি।
তাই আপনাদের জন্য এই আর্টিকেলে আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম, নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম বা নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম এবং নগদ একাউন্ট কোড নিয়ে আলোচনা করেছি।
আরো পড়ুনঃ রবি সিমের নাম্বার দেখার নিয়ম
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম | নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম
নগদ একাউন্ট খোলার পর আমরা প্রথমেই যে কাজটি করতে চাই সেটি হচ্ছে নগদ একাউন্টের ব্যালেন্স চেক। অর্থাৎ আমার নগদ একাউন্টে কত টাকা আছে তা দেখতে চাই।
নগদে আপনারা দুটি উপায়ে ব্যালেন্স চেক করতে পারবেন। একটি হচ্ছে নগদ একাউন্ট দেখার কোড ডায়াল করে এবং অপরটি হচ্ছে নগদ অ্যাপ ব্যবহার করে। নিচে দুটো পদ্ধতি দিয়ে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম আলোচনা করা হল।
কোড ডায়াল করে নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম
কোড ডায়াল করে নগদ একাউন্টে ব্যালেন্স চেক করা খুবই সহজ। সাধারণত Nagad USSD Code ডায়াল করে নগদ একাউন্টে ব্যালেন্স চেক করা হয়। কোড ডায়াল করে নগদ একাউন্টের ব্যালেন্স বা টাকা চেক করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।
স্টেপ ১ঃ ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *167#
স্টেপ ২ঃ এরপর 7 প্রেস করে My Nagad অপশনটি প্রবেশ করুন।
স্টেপ ৩ঃ ব্যালেন্স চেক করার জন্য 1 প্রেস করে Balance Inquiry এ প্রবেশ করুন।
স্টেপ ৪ঃ এবার আপনার নগদ একাউন্ট এর পিন দিন।
স্টেপ ৫ঃ নগদ একাউন্টের পিন দেওয়ার পর আপনি নিচের মতো আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
অ্যাপের মাধ্যমে নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম
নগদ অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করা মুলত আরো সহজ। নগদ অ্যাপের মাধ্যমে আপনি জাস্ট একটি ট্যাপের মাধ্যমেই ব্যালেন্স চেক করতে পারবেন। নগদ অ্যাপের মাধ্যমে ব্যালেন্স দেখার জন্য নগদ অ্যাপে প্রবেশ করুন। নগদ অ্যাপ আপনার ফোনে ইন্সটল করা না থাকলে প্লেস্টোর থেকে ইন্সটল করে নিন এবং নিচের স্টেপগুলো ফলো করুন।
স্টেপ ১ঃ নগদ অ্যাপটি ইন্সটল করে ওপেন করার পর মোবাইল নাম্বার বক্সে আপনার ফোন নাম্বার দিবেন এবং পরবর্তী লেখায় কিক করবেন।
স্টেপ ২ঃ এরপর আপনার নগদ একাউন্টের ৪ ডিজিটের পিন নম্বর দিবেন এবং সাইন ইন লেখায় ক্লিক করবেন।
স্টেপ ৩ঃ এরপর আপনার ফোনে একটি OTP কোড আসবে এবং কোডটি OTP বক্সে অটোমেটিক পূরণ হয়ে যাবে। পারমিশন চাইলে Allow দিবেন।
স্টেপ ৪ঃ এরপর পরবর্তী লেখায় ক্লিক করবেন।
স্টেপ ৫ঃ এখন আপনি আপনার নগদ একাউন্টের সম্পুর্ন ইন্টারফেসটি দেখতে পাবেন। ব্যালেন্স দেখার জন্য ব্যালেন্স জানতে ট্যাপ করুন (ভাষা ইংরেজি হলে Tap for Balance) এই লেখাটিতে টাচ করবেন। তাহলে আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স বা টাকা দেখতে পারবেন।
এভাবে আপনারা উপরের দুটি নিয়মের মাধ্যমে আপনার নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট এর টাকা দেখতে পারবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ ব্যালেন্স চেক এর মতো নগদ একাউন্টও দুটি উপায়ে দেখতে পারবেন। একটি হচ্ছে নগদ একাউন্ট কোড ডায়াল করে এবং অপরটি হচ্ছে নগদ অ্যাপের মাধ্যমে।
নগদ একাউন্ট দেখার কোড
নগদ একাউন্ট কোড হচ্ছে *167#। এই কোডটি ডায়াল করে আপনি আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন। কোডটি ডায়াল করলে নিচের মতো আপনার নগদ একাউন্টের ইন্টারফেস দেখতে পাবেন।
- Cash Out
- Send Money
- Mobile Recharge
- Payment
- Bill Pay
- EMI Payment
- My Nagad
- Pin Reset
1. Cash Out: এই অপশনটির মাধ্যমে টাকা ক্যাশআউট করতে পারবেন।
2. Send Money: এই অপশনটির মাধ্যমে আপনার নগদ একাউন্ট থেকে অন্য নগদ একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
3. Mobile Recharge: এই অপশনটির মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন।
4. Payment: এই অপশনটির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
5. Bill Pay: এই অপশনটির মাধ্যমে বিভিন্ন বিল পরিশোধ করতে পারবেন। যেমনঃ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল, পানি বিল ইত্যাদি।
6. EMI Payment: এই অপশনটির মাধ্যমে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় পেমেন্ট করতে পারবেন।
7. My Nagad: এই অপশনটির মাধ্যমে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক, আপনার লেনদেনের হিস্ট্রি চেক করতে পারবেন।
8. Pin Reset: এই অপশনটির মাধ্যমে আপনার নগদ একাউন্টের পিন ভুলে গেলে পিন রিসেট করতে পারবেন।
কোড ডায়াল ছাড়াও আপনারা নগদ অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখতে পারবেন। নগদ অ্যাপে প্রবেশ করলে আপনারা নিচের মতো আপনার নগদ একাউন্টের সকল সেবা দেখতে পাবেন।
নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
বর্তমানে নগদের জনপ্রিয়তার কারণে কিছু কিছু ক্ষেত্রে সরকারি উপবৃত্তির টাকা নগদে দেওয়া হয়। তো যারা প্রথমবার নগদ একাউন্টে উপবৃত্তি পেয়েছেন তারা কিভাবে উপবৃত্তির টাকা চেক করবেন এবিষয়ে একটু চিন্তায় থাকেন। (নগদ উপবৃত্তি প্রাথমিক বিদ্যালয়)
দেখুন, উপবৃত্তির টাকা আর অন্য কোনো সরকারি অনুদানের টাকা যাই আপনার নগদ একাউন্টে পাঠানো হউক না কেন তা সরাসরি আপনার মেইন ব্যালেন্সে যোগ হবে। তাই উপবৃত্তির টাকা চেক করার জন্য আপনার মেইন ব্যালেন্স চেক করুন।
তবে এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে সেই টাকাগুলো আসলে উপবৃত্তির টাকা নাকি অন্যকিছুর টাকা এবিষয়ে আমরা জানতে পারি না। তো এবিষয়টি জানার জন্য আমাদের Mini Statement বা লেনদেন চেক করতে হবে। নিচে বিস্তারিত বলা হল।
নগদ একাউন্টে লেনদেন দেখার নিয়ম
সাধারণত দুটি উপায়ে নগদ একাউন্টের লেনদেন দেখার যায়। প্রথমটি হচ্ছে নগদ একাউন্ট কোড ডায়ালের মাধ্যমে এবং দ্বিতীয়টি হচ্ছে নগদ অ্যাপের মাধ্যমে।
কোড ডায়াল করে নগদ একাউন্টের লেনদেন দেখার নিয়ম
কোড ডায়াল করে নগদ একাউন্ট এর স্টেটমেন্ট বা লেনদেন চেক করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।
- নগদ একাউন্ট কোড *167# ডায়াল করুন
- My Nagad অপশনে যাওয়ার জন্য 8 প্রেস করে Send বাটনে ক্লিক করুন।
- এরপর Mini Statement অপশনের জন্য 2 প্রেস করে Send বাটন এ ক্লিক করুন।
- এবার আপনার নগদ একাউন্টের পিন দিন।
- তাহলে আপনি আপনার নগদ একাউন্টেত লাস্ট ৪ টি লেনদেন, লেনদেনেট ধরণ, তারিখ এবং পরিমাণ দেখতে পারবেন।
তবে আপনি যদি আপনার সমস্ত লেনদেন সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে নগদ অ্যাপে আপনার লেনদেন চেক করতে হবে।
অ্যাপের মাধ্যমে নগদ একাউন্টের লেনদেন দেখার নিয়ম
- নগদ অ্যাপে প্রবেশ করার পর নিচের দিকে লেনদেন নামক একটি অপশন দেখতে পারবেন এবং সেখানে ক্লিক করবেন।
- তাহলে আপনি আপনার সমস্ত লেনদেন দেখতে পারবেন লেনদেনের ধরন এবং পরিমান সহ। সমস্ত লেনদেন দেখার জন্য অবশ্যই তারিখ বামে ডানে চেঞ্জ করবেন।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার
নগদ একাউন্ট ব্যবহারে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য রয়েছে নগদ কাস্টমার কেয়ার। যেকোনো সময় তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন নগদ একাউন্ট সম্পর্কিত যেকোনো সমস্যার সমাধান। নিচে নগদ কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া হল।
নগদ কাস্টমার কেয়ার নাম্বারঃ 167267 অথবা 09609616167
নগদ অফিশিয়াল ওয়েবসাইটঃ nagad.com.bd
নগদ ইমেইল আড্রেসঃ info@nagad.com.bd
আশা করি এই আর্টিকেলটি পড়ার পর আপনারা নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম, নগদ একাউন্ট দেখার নিয়ম সহ নগদ একাউন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন। আশা করছি এখন থেকে আপনারা খুব সহজেই নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। নগদ একাউন্ট সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।