শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত

শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত

সাওয়াল মাসে ছয় রোজা

রমজান মাসের পরের মাসই সাওয়াল মাস । এ মাসে ছয়টি রোজা রাখা সুন্নাত । এর মাধ্যমে পূর্ণ বছর রোজা রাখার সাওয়াব পাওয়া যায় । এ ছয়টি রোজা একাধারেও রাখা যায় । আবার ভেঙ্গে ভেঙ্গেও রাখা যায় । তবে এ মাসের মধ্যে রোজা রেখে শেষ করতে হবে । 

প্রতিটি নেক কাজের সাওয়াব কমপক্ষে দশগুন । রমজানের ৩০ রোজার সাওয়াব ৩০ x ১০ = ৩০০ তিন রোজা রাখার সমান । সাওয়ালের ছয় রোজা রাখলে ৬ x ১০= ৬০ দিন মিলে হয় ৩৬০ দিন । চন্দ্র বর্ষ ৩৬০ দিনে হয় একারণেই রমজানের রোজা রাখার পর সাওয়ালের ছয় রোজা রাখলে সারা বছর রোজা রাখার সাওয়াব পাওয়া যায় ।

সাওয়াল মাসের রোজার ফজীলত অনেক বেশী । এ বিষয়ে নবী কারীম (সাঃ) এর বিভিন্ন হাদীস রয়েছে যার কয়েকটি সার কথা নিম্নরুপঃ

যে ব্যক্তি সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে আল্লাহ পাক তাকে দোজখের জিজ্ঞীর ও শৃঙ্খল হতে বাচিয়ে রাখবেন । 

যে ব্যাক্তি সাওয়াল মাসে ৬ রোজা আদায় করবে আল্লাহ পাক তাকে অশ্লীল কথা বার্তা হতে বাচিয়ে রাখবেন এবং দোজখের আগুন তার উপর হারাম করে দেবেন ।

যে ব্যক্তি সাওয়াল মাসে ছয় রোজা রাখল সে যেন সারা বছর রোজা রাখল ।

যে ব্যক্তি সাওয়াল মাসে ছয় রোজা রাখে তার প্রতি রোজার বিনিময়ে আল্লাহ পাক তাকে হাজার রোজার সাওয়াব দান করবেন ।

যে ব্যক্তি সাওয়াল মাসে ছয় রোজা রাখে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে অত্যন্ত বিলাস বহুল শহর দান করবেন । ঐ শহরের ভবন গুলো তৈরি হবে ইয়াকুত পাথর দ্বারা এবং উহার সম্মুখে দুগ্ধ ও মধুর ঝরনাধারা প্রবাহিত থাকবে ।

Post a Comment

নবীনতর পূর্বতন